আমাদের কাছে প্রতিদিন অন্তত ২০০ এর উপরে মেসেজ আসে কিন্তু সময় স্বল্পতার কারণে সবার মেসেজের রিপ্লে দেওয়া সম্ভব হয় না। আমরা ততক্ষণ পর্যন্ত কোন প্রকার মেডিসিন সাজেস্ট করিনা যতক্ষণ না পর্যন্ত আপনার প্রাণীটির সঠিক রোগ নির্ণয় করতে পারি। কেননা আমার কাছে আমার নিজের প্রাণ যতটা প্রিয় ঠিক একটি প্রাণীর প্রাণ ততটাই প্রিয় (((এটা আমার ব্যক্তিগত মতামত))) যাইহোক আমরা প্রাণীদের অভিভাবকদের সাথে দীর্ঘ সময় ধরে চ্যাট করে অনেক ইনফরমেশন কালেক্ট করি এরপর মেডিসিন লিখি। আল্লাহর মেহেরবানীতে আজও পর্যন্ত কেউ প্রমাণসহ বলতে পারেনি আমরা কোন প্রাণীর ভুল চিকিৎসা করেছি।
আমরা প্রতিদিনই অধিকাংশ এমন পেসেন্ট পাই যারা ইতিমধ্যে চিকিৎসক দেখিয়ে ওষুধ নিয়েছেন, কিন্তু তারপরও এখানে এসে পরামর্শ চান। যখন আমরা তাদের প্রাণীটির কী সমস্যা হয়েছে বলে মেডিসিন নেওয়ার জন্য পেমেন্ট করতে বলি, তখনই তারা বলে ইতিমধ্যে একজন চিকিৎসকের পরামর্শ নিয়েছেন।
আমাদের উদ্দেশ্য:
আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে যারা ইতিমধ্যে চিকিৎসক দেখিয়ে মেডিসিন নিয়েছে তাদেরকে পুনরায় এখানে মেসেজ দেওয়া থেকে অনাগ্রহী করা। এ সমস্ত কার্যকলাপের ফলে মূলত যাদের চিকিৎসার প্রয়োজন তারাই বঞ্চিত হচ্ছে এমনকি তৎক্ষণাৎ চিকিৎসা না পাওয়ার কারণে সিচুয়েশন কন্ট্রোলের বাহিরে চলে যাচ্ছে। যখন শুনি আমাদের রিপ্লে দিতে অনেক দেরি হয়ে গিয়েছে সে আর বেঁচে নেই তখন আমাদের অনেক কষ্ট হয়।
বিশেষ দ্রষ্টব্য:
যদি আমরা আপনার প্রাণীটির রোগ নির্ণয় করতে ব্যর্থ হই অথবা এমন কোন সিরিয়াস পেশেন্ট যার Emergency ক্লিনিক্যাল সাপোর্ট প্রয়োজন হয় যা অনলাইন থেকে সমাধান সম্ভব নয় সে ক্ষেত্রে আপনার পেমেন্ট ফেরত দেওয়া হবে।
Comments
Post a Comment