কুকুর ও বিড়ালের চিকিৎসায় বডি টেম্পারেচারের গুরুত্ব

 

কুকুর ও বিড়ালের চিকিৎসায় বডি টেম্পারেচারের গুরুত্ব

বডি টেম্পারেচার (শরীরের তাপমাত্রা) কুকুর ও বিড়ালের স্বাস্থ্যের একটি গুরুত্বপূর্ণ নির্দেশক।পশুদের তাপমাত্রা স্বাভাবিক মাত্রার চেয়ে বেশি বা কম হলে, এটি কোনো অসুস্থতার লক্ষণ হতে পারে। তাই, চিকিৎসার জন্য বডি টেম্পারেচার মনিটর করা জরুরি।

যেমন মনে করুন কেউ একজন আমাদেরকে জানালো তারা প্রাণীটি হঠাৎ করে খাবার খাচ্ছে না এখন খাবার না খাওয়ার অনেক কারণ রয়েছে এর মধ্যে সাধারণ দুইটি কারণ হলো শরীরে দুর্বলতা এবং জ্বর। এখন যদি আপনি বডি টেম্পারেচার না জানান তাহলে আমরা কিভাবে বুঝব আসলে কি হয়েছে।

 আমরা কখনোই অনুমান করে মেডিসিন লিখি না এতে আপনার প্রাণীটির লাইফ রিস্ক থাকে, যেমন অনুমান করে শরীর দুর্বল প্রাণীকে এন্টিবায়োটিক লিখে দেওয়া হয় তাহলে সে আরো দুর্বল হয়ে মারা যাবে। 

জ্বরের রোগীকে ভিটামিন মেডিসিন দেওয়া হলে এতে কোন কাজ হবে না। আবার ধরুন বোঝা যাচ্ছে আপনার প্রাণীটির শরীরে জ্বর আছে কিন্তু জ্বরের মাত্রা কতটুকু সেটা না জেনে যদি অতিরিক্ত পরিমাণ জ্বর হয় আর নরমাল ওষুধ লিখে দেয়া হয় এতেও তেমন কাজ হবে না।

আবার অল্পমাত্রায় জ্বর রয়েছে কিন্তু হাই পাওয়ার মেডিসিন লিখে দেওয়া হয়েছে এত আপনার প্রাণীটির ক্ষতি হওয়ার সম্ভাবনা অনেক বেশি। মূল কথা হচ্ছে বডি টেম্পারেচার এর মাধ্যমে আমরা বিভিন্ন ভাইরাসের সিমটম সহ আরো অনেক রোগের লক্ষণ বুঝতে পারি এমনকি যদি আপনার প্রাণীটির কন্ডিশন এমন পর্যায়ে চলে গিয়েছে যা অনলাইন থেকে সমাধান দেওয়া সম্ভব নয়, বডি টেম্পারেচার দেখে আমরা আপনাকে বলে দিতে পারব দ্রুত ক্লিনিকে নিয়ে যাওয়ার জন্য এতে আপনার প্রাণীটির জীবন বেঁচে যাবে।

সব সময় আমাদেরকে থার্মোমিটারে যে রেটিং উঠবে ক্লিয়ার ছবি দিবেন যদি ছবি দেওয়া সম্ভব না হয় তাহলে একেবারে সঠিক তাপমাত্রা জানাবেন সামান্যতম তারতম যেন না হয় যেমন থার্মোমিটার দেখাচ্ছে 101 পয়েন্ট 3 কিন্তু আপনি আমাদেরকে জানালেন 101 এতেও কিন্তু আপনি সঠিক চিকিৎসা পাবেন না।

যদি আপনার কাছে থার্মোমিটার না থাকে তাহলে কোথায় থেকে সংরক্ষণ করবেন

কুকুর এবং বিড়ালের বডি টেম্পারেচার মানুষের থার্মোমিটার দিয়ে মাপা হয় যদি আপনার কাছে থার্মোমিটার না থাকে তাহলে আপনি যেকোন ফার্মেসিতে গিয়ে থার্মোমিটার ক্রয় করতে পারেন। 

আমি কিভাবে আমার প্রাণীটির বডি টেম্পারেচার চেক করব?

থার্মোমিটার এর মাথায় যে স্টিল থাকে সেটা আপনার প্রাণীটির পায়খানার রাস্তায় পুরোপুরি প্রবেশ করাবেন এবং অন্তত ৩ মিনিট অপেক্ষা করবেন  আর যদি ডিজিটাল থার্মোমিটার দিয়ে বডি টেম্পারেচার মাপেন তাহলে যতক্ষণ পর্যন্ত এলাম না বাজবে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করবেন।  খেয়াল রাখবেন যেন থার্মোমিটার বাইরে বের না হয়ে যায়, এরপর যে টেম্পারেচার উঠে আসবে আমাদেরকে ক্লিয়ার ছবি দিবেন। 

ফার্মেসি থেকে কোন ধরনের থার্মোমিটার ক্রয় করবেন

আপনি যদি এনালগ থার্মোমিটার ক্রয় করেন তাহলে এই পোস্টে ছবিতে দেওয়া এমন চ্যাপ্টা থার্মোমিটার ক্রয় করবেন কারণ চ্যাপ্টা থার্মোমিটার এর রেটিং খুব ক্লিয়ার দেখা যায়।

যদি ডিজিটাল থার্মোমিটার ক্রয় করেন তাহলে তাপমাত্রার পাশাপাশি সঙ্গে পয়েন্ট দেখাবে যেমনঃ১০১.৫৬°F, যদি ডিজিটাল থার্মোমিটারে তাপমাত্রার পাশাপাশি পয়েন্ট দেখা না যায় এমন থার্মোমিটার ক্রয় করবেন না।

কলমের মত চিকন যে থার্মোমিটার আছে ক্রয় করবেন না কারণ ওইটার রেটিং যিনি বডি টেম্পারেচার মাপে তিনি দেখতে পায় ছবিতে দেখা যায় না।

উপসংহার

কুকুর ও বিড়ালের শরীরের তাপমাত্রা মনিটর করা তাদের সুস্থতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি দ্রুত রোগ শনাক্ত করতে এবং প্রয়োজনীয় চিকিৎসা দিতে সাহায্য করে। তাই, নিয়মিত প্রাণীটির বডি টেম্পারেচার পরীক্ষা করা এবং অস্বাভাবিকতা দেখা দিলে দ্রুত পশুচিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।








Comments